দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন নেইমার

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক : অনেক আশা নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কিন্তু সেই স্বপ্ন এখন শঙ্কার পথে। গোড়ালির চোটের কারণে কাতার বিশ্বকাপে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন তিনি। ফলে আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাবে না। পাশাপাশি ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে খেলবেন কি না সেটা নিয়েও রয়েছে শঙ্কা। ফলে বলা যেতে পারে, আগামী দুই ম্যাচে মাঠের বাইরে নেইমার।

 নেইমার

বৃহস্পতিবার নিজের প্রথম ম্যাচের সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে খেলার ৮০ মিনিটে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন নেইমার। ফলে এক পায়ের বুট খুলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। মাঠ থেকে নেইমারকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে সমর্থকদের মনে প্রশ্ন, নেইমারের বিশ্বকাপ কি চোটের কারণে শেষ হয়ে গেল?

 

ম্যাচ শেষে এর উত্তর দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লেসমা। তিনি বলেন, ‘নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। চোটের পরিমাণ জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে।’

 

এদিকে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। এ চোট সারিয়ে ফেরার ক্ষমতা ওর আছে।’

 

তবে এই চোটের কারণে নেইমারের বিশ্বকাপের মিশন শেষ হয়নি বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার। সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলে, ‘সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার নেইমার খেলতে পারবেন না। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে যদি নেইমার ফিট না থাকে তাহলে সে ম্যাচেও মাঠে দেখা যাবে না তারকা এই ফুটবলারকে।’