প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
নিউজ ডেস্ক : ভূমিকম্পের কারণে ঘোড়াশালের বৈদ্যুতিক সবস্টেশনে অগ্নিকাÐের ঘটনায় হবিগঞ্জের দুটিসহ দেশের মোট ৭টি বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।
চালু হওয়া বিদ্যুৎকেন্দ্রের মধ্যে হবিগঞ্জের বিবিয়ানা-৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট, এসটি (১৩৪ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্রের স্টিম টারবাইনটি ন্যাশনাল গ্রিডে আসার প্রক্রিয়ায় আছে, খুব শিগগির চালুর ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।
সচল হওয়া অন্যান্য বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে বিবিয়ানা-২ (সামিট) ৩৪১, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
এদিকে একসঙ্গে দেশের ৭টি বিদ্যুৎকেন্দ্র এরমধ্যে আবার হবিগঞ্জে দুটি কেন্দ্র বন্ধের খবরে সিলেটজুড়ে উদ্বেগ উৎন্ঠা ছড়িয়ে পড়ে।
সাধারণ মানুষ বিদ্যুৎ পাবেন কি না, এ নিয়ে শঙ্কায় ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের আশ্বাসের উপর ভরসা করেই ছিলেন তারা।
অবশেষে ৭ কেন্দ্র চালুর খবরে জনজীবনে স্বস্তি ফেরার কথা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest