প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের “চৌধুরী আবাসিক হোটেল”-এ এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ বলছে, হোটেলের একটি কক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারীকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২)। পুলিশ জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগের কারণে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।
এসএমপি মিডিয়া সেলের সহকারী উপপুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest