পুনরায় বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করল ভারত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

পুনরায় বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করল ভারত

3

নিউজ ডেস্ক : ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, সীমিত মানবসম্পদ এবং সক্ষমতার মধ্যে হলেও বাংলাদেশের জন্য বিজনেস ভিসা ইস্যু করা পুনরায় শুরু হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনের আবেদনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়াজাত করা হচ্ছে।

3

 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত ‘ফার্মা কানেক্ট’-নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

8

 

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন এবং দীর্ঘদিন ধরে ভিসা প্রাপ্তিতে যে জটিলতার মুখোমুখি হচ্ছেন তা দ্রুত দূর করার আহ্বান জানান। এ ছাড়া তারা সড়কপথে পণ্য পরিবহন সহজ করার কথাও উল্লেখ করেন।

 

এই আয়োজনটি ভারতের আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই-পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণকে সামনে রেখে করা হয়। মেলাটি আগামী ২৫-২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

 

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সীমিত সক্ষমতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে। বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে এবং জরুরি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াজাত করা হচ্ছে।’

 

7

তিনি আরও বলেন, ‘ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পেতে পারেন।’

 

6

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযুক্তিকরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে কাঁচামাল শিল্প বৃদ্ধি পাচ্ছে এবং ভারত এ ক্ষেত্রে আরও অগ্রসর। স্থলসীমান্তের সুবিধা কাজে লাগিয়ে আমরা আরও প্রতিযোগিতামূলক হতে পারব।’

 

অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন বলেন, ‘ভিসা জটিলতার কারণে এ বছর খুব কম সংখ্যক প্রতিনিধি সিপিএইচআই–পিএমইসিতে যেতে পারছেন। সাধারণত কয়েকশ পেশাজীবী অংশ নেন, কিন্তু এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। তিনি আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নিয়ে ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5