প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আগামী বছর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সি (আইসিসি)। আসরে একই গ্রুপে রাখা হয়নি প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানকে।
আগামী বছরের ১৫ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি। তারপর শুরু বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। নামিবিয়া ও জিম্বাবুয়ে হবে সব খেলা। জিম্বাবুয়ের হারারের দুটি মাঠ ও বুলাওয়ের মাঠে খেলা হবে। নামিবিয়ারও দুটি মাঠে হবে খেলা। এবারই প্রথম বিশ্বকাপে খেলবে তানজানিয়া।
১৫ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ আমেরিকা। ১৭ জানুয়ারি ভারত-বাংলাদেশ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচও ভারতের। ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা।
চারটি গ্রুপের সেরা তিনটি দল যাবে দুটি সুপার সিক্স গ্রুপে। অর্থাৎ দুটি গ্রুপে ছটি করে দল থাকবে। তাদের মধ্যে খেলা হবে। তারপর সেখান থেকে দুটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। তারপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভে ডে রাখা হয়েছে।
বিশ্বকাপের সূচি
গ্রুপ এ— ভারত, বাংলাদেশ, আমেরিকা ও নিউজিল্যান্ড।
গ্রুপ বি— জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
গ্রুপ সি— অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলংকা।
গ্রুপ ডি— ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়া।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest