প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
নূরুদ্দীন রাসেল :: আগামী প্রজন্মকে আধুনিক ও জ্ঞাননির্ভর সমাজে পরিণত করে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে যুগোপযোগী দিকনির্দেশনা ও বাস্তবসম্মত সুপারিশ পেশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, প্রকাশক এবং নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। তার এই সব সুপারিশমালার আলোকে আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর বিকেলে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই।
বিএমএর সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃশিব্বির আহমদ শিবলী,এসসিসিআই এর সাবেক সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সিলেট বিভাগ সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ,শাবিপ্রবির গনিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, এসসিসিআইএর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জমির হোসেন।
আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ড. ফয়েজ উদ্দিনের প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কাঠামো আরো দৃঢ় ও জবাবদিহিমূলক হবে। তাঁর এইসব চিন্তাধারা বাংলাদেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest