কুলাউড়া, কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন আ. লীগ নেতা সাদরুলের বীজ বিতরণ

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

কুলাউড়া, কাদিপুর ও  ব্রাহ্মণবাজার ইউনিয়ন আ. লীগ নেতা সাদরুলের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট আর্মস ও স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের উদ্যোগে কুলাউড়ার সকল ইউনিয়নের পতিত জমি ও বাড়ির উঠানে চাষের জন্য জনসাধারণের মাঝে বিনামূল্যে মৌসুমী শাকসবজির বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ডা. নারায়ণ চন্দ্র দাসের সমন্বয়ে আনোয়ার পারভেজ জনি তালুকদারের পরিচালনায় “ঘ” গ্রুপের ইউনিয়ন সমূহে মৌসুমী শাকসবজি চাষে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

 

এ অনুসঠানে কুলাউড়া সদর ইউনিয়নে সমন্বয় করেন ইউপি সদস্য জনাব রুশন।
কাদিপুর ইউনিয়নে এ ইউপি সদস্য আতিকুল ইসলাম আতিক এবং ব্রাহ্মণ বাজার ইউনিয়নে ইউপি সদস্য শামসুল হক সুন্দর।

 

‘আমাদের বাংলাদেশে যেন কোনো রকম খাদ্যের অভাব দেখা না দেয়। সকলকে সচেতন হতে হবে।

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন