প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররা যখন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনই আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল।
তবে যাত্রা শুরুর আগেই ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার— ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
বিসিবি সূত্রে জানা গেছে, এই তিন ক্রিকেটার আগামীকাল (বৃহস্পতিবার) কাতারের উদ্দেশে রওনা হতে পারবেন।
দীর্ঘদিন ধরে ‘এ’ দলের খেলা হয়ে আসা ইমার্জিং এশিয়া কাপের নাম পরিবর্তন করে এবার করা হয়েছে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টটি আজ (বুধবার) থেকে শুরু হলেও মূল খেলা মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। কাতারের দোহায় ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
এবারের আসরও ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে। তবে একটি ব্যতিক্রমী দিক হলো, বাংলাদেশসহ ৫টি দেশের ‘এ’ দল অংশ নিলেও, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং তাদের জাতীয় দল নিয়েই খেলবে।
আকবর আলী (ক্যাপ্টেন), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest