সিলেটে এবার অ*বৈধ গাড়ী পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

সিলেটে এবার অ*বৈধ গাড়ী পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান

7

 

নিউজ ডেস্ক : সিলেট নগরবাসীর স্বাচ্ছন্দের জন্য ইতিমধ্যে হকারদের উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকা চলাচলও হ্রাস পেয়েছে অনেক। কিন্তু তবু যানজট থেকেই যাচ্ছে। কিছুটা কমলেও তা আশানুরূপ নয়।

 

7

এর কারণ, হকারমুক্ত ফুটপাত দখল করে অবৈধভাবে যানবাহন পার্কিং। এবার এর বিরুদ্ধেও অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

 

2

সোমবার (১০ নভেম্বর) বিকালে নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে বারুতখানা পয়েন্ট পর্যন্ত অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. রাকিবুল আলম।

 

5

এসময় সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীরা তাকে সার্বিক সহযোগীতা করেন।

 

1

অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে পার্কিং করা কয়েকটি মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনকে জরিমনা করা হয়েছে।

 

তবে জরিমানার করা যানবাহনের সংখ্যা এবং আদাযের পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেন নি কমিশনার রাকিবুল আলম।

 

এসময় তিনি গণমাধ্যমকে বলেন, নগরবাসীর স্বচ্ছন্দে চলাফেরার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছ্। হকার উচ্ছেদ করা ফুটপাতে যানবাহন পার্কিং করা বেআইনী। আজ কিছু জরিমনা আদায় করা হয়েছে। বেশীর ভাগকেই সতর্ক করেছি। আশা করছি তারা আরও সতর্ক হবেন। অন্যতায় আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5