প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫
নিউজ ডেস্ক : আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর-সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কিন্তু এ আসনে বিএনপি চেয়ারপার্সনের অপর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে মনোনীত করার সিলেটজুড়ে শুরু হয় নানান আলোচনা।
আরিফুল হক চৌধুরী ছুটে যান ঢাকায়। বুধবার রাতে খবর বেরোয়, সিলেট-১ নয়, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে তাকে দল মনোনয়ন দিয়েছে।
এরপর তিনি সিলেট ফিরে আসেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এসময় তিনি সমবেত নেতাকর্মী সমর্থক ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। তিনি সবাইকে নিয়ে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটকে আধুনিকায়নের ঘোষণা দেন।
পরে তিনি তার কুমারপাড়াস্ত বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আরিফ বলেন, আমি আমার দলের প্রধান কার্যালয়ে গিয়েছি। দলের কর্মী হিসাবে দলীয় চেয়ারম্যানের কাছে যেতেই পারি। অথচ এই বিষয়টিকে আমাদের একটি প্রতিপক্ষ গ্রæপ এমনভাবে বলা হচ্ছে, যে ডেকে নিয়ে বাসায় গিয়ে ইত্যাদি ইত্যাদি। এসব সাজানো বাজানো কথার সঙ্গে আমি নেই। এতে একটা রঙ ম্যাসেজ যাচ্ছে। আরিফুল হকের যাতে একটা ভাব….। আরিফুল হকে ভাবের কিছু নেই।
তিনি অনুরোধ করে বলেন, প্লিজ এসব থেকে বিরত থাকুন। আমরা আমাদের দলের নেত্রীকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে কাজ করছি। সবাই করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেও আমাকে এ দায়িত্ব দিয়েছিলেন। এখন আবার সেটা আরও পরিস্কার করে বলেছেন।
তিনি বলেন, আমাদের সিলেটের ৬টি আসনে যিনি ধানের শীষ নিয়ে যাবেন, তার জন্য আমাদের সবাইকে কাজ করে দলটি আসনগুলো উপহার দিতে হবে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ যদি তিলোত্তমাও হয়, সেটাতো আমাদের সিলেটেরই অংশ। এসব নিয়ে আমাদের কোনো দ্বিমতের সুযোগ নেই। পর্যটকরা সিলেট এসেতো তারা মৌলভীবাজার বা সুনামগঞ্জে ছুটে যাবে। এগুলো আমাদের সিলেটেরই অংশ।
তিনি বলেন, আগে সিলেট নগরীর উন্নয়নের দাবি দাওয়া নিয়ে কথা বলেছি। এখন সিলেট সবার উন্নয়ন নিয়ে আমরা আওয়াজ তুলবো। সেই আওয়াজ সারাদেশের মানুষ শুনবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest