সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি : মির্জা ফখরুল

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি : মির্জা ফখরুল

8

 

2

নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে। চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।’

2

 

বিবৃতিতে ফখরুল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। এসব দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন ছাড়া বিকল্প নেই।’

 

3

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করবে।’

 

7

বিএনপির বিবৃতিতে জানানো হয়, এরশাদ উল্লাহ জনসংযোগকালে বুধবার বিকেলে গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রামের স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

 

বিএনপির মহাসচিব হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4