প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সেবু প্রদেশে ঘূর্ণিঝড় কালমায়েগি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রদেশের বিভিন্ন এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণহানির খবর বৃদ্ধি পেয়েছে।
একদিন আগে নজিরবিহীন বন্যার পানি প্রদেশের শহর ও আশপাশের এলাকা ঢেকে দিয়ে গাড়ি, বাড়ি এবং বিশাল জাহাজের কন্টেইনার ভাসিয়ে নিয়ে যায়।
সেবু প্রদেশের সরকারি মুখপাত্র রোন রামোস জানান, প্রাদেশিক রাজধানী সেবু সিটি-র মেট্রো এলাকার অংশ লিলোয়ান শহরের প্লাবিত এলাকা থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।
নেগ্রোস দ্বীপে টানা বৃষ্টিপাতে কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। ক্যানলাওন শহরে বাড়িঘর মাটিচাপা পড়ে গেছে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়গিরির আগের আবর্জনের কারণে ক্ষয়ক্ষতি আরও বাড়েছে।
দুর্যোগের সময় ত্রাণ অভিযান চালাতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। বিমান বাহিনীর মুখপাত্র জানান, দুইজন পাইলট এবং চারজন ক্রু সদস্যের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা বলেন, ভোর চারটা থেকে পাঁচটার সময় পানি এত তীব্র ছিল যে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না।
৫৩ বছর বয়সি রেনাল্ডো ভার্গারা জানান, ‘এরকম কিছু আগে কখনো ঘটেনি। পানি প্রচণ্ড উত্তাল ছিল।’
আবহাওয়া বিশেষজ্ঞ চারমাগনে ভারিলা বলেন, কালমায়েগির ভূমিধ্বসের ২৪ ঘণ্টা আগে সেবু সিটির আশেপাশের এলাকা ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাতে প্লাবিত হয়েছিল, যা মাসিক গড়ের ১৩১ মিলিমিটারেরও বেশি।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো আরও শক্তিশালী হচ্ছে। উষ্ণ সমুদ্র এবং আর্দ্র বায়ুমণ্ডল ঝড়কে দ্রুত তীব্র করে এবং ভারি বৃষ্টিপাত ঘটায়।
ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে। কালমায়েগির পাশাপাশি, দেশটি ডিসেম্বরের শেষ নাগাদ আরও তিন থেকে পাঁচটি ঝড়ের সম্ভাবনার মুখোমুখি।
মোট, প্রায় ৪,০০,০০০ মানুষকে ঝড়ের পথ থেকে আগাম সরিয়ে নেওয়া হয়েছিল, তবে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest