সিলেটের জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

সিলেটের জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা

7

 

নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে প্রতিনিয়ত অভিযান দিচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে হঠাৎ ডিবি পুলিশের হানা! নগরীর ব্যস্ততম এই পয়েন্টে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

7

 

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

6

 

1

আটক ব্যক্তিরা হলেন- ওহাব মিয়া (২৫), বিল্লাল হোসেন (২৭) ও কবিতা আক্তার (৩০)।

 

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৫৮, তারিখ ২৭/১০/২০২৫। পরে পুলিশ তিনজনকে আদালতে সোপর্দ করেছে।

 

4

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এমন অভিযান অনৈতিক কার্যকলাপ বন্ধে নিয়মিত চালানো হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নগরীর শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিনিয়ত সচেষ্ট। কেউ সামাজিক নিয়ম অমান্য করলে আমরা সজাগ থাকব।’

 

জিন্দাবাজারের এই অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এটি অনৈতিক কার্যকলাপ কমাতে পুলিশের কার্যক্রমের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি এর আগেও সিলেটে ৪টি আবাসিক হোটেল সিলগালা করে প্রশাসন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6