প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র রহস্যজনক মৃত্যু মামলায় ২৯ বছর পর নতুন করে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে—এর মধ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন।
ডন জানিয়েছেন, ‘দু-এক দিনের মধ্যে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি।’
তিনি আরও বলেন, ‘সালমানকে ভালোবেসে জীবনের ঝড় মেনে নিয়েছি। তার প্রতি ভালোবাসার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমিও মানুষ, আমারও বাঁচতে ইচ্ছে করে।’
সালমান শাহ ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। মাত্র ৩.৫ বছরের অভিনয়জীবনে তিনি দর্শকের মন জয় করেন ২৭টি সিনেমার মাধ্যমে। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেন মোহর’, ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘জীবন সংসার’, ‘মহামিলন’ এবং ‘স্বপ্নের পৃথিবী’।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধরা হয়েছিল। তবে পরিবারের দাবি ছিল, এটি হত্যা।
সম্প্রতি, ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মামলায় আরও অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest