বৃহত্তর সিলেটের বিভিন্ন দাবী আদায়ে কোর্ট পয়েন্টে গণদাবী পরিষদের জনসভা

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

বৃহত্তর সিলেটের বিভিন্ন দাবী আদায়ে কোর্ট পয়েন্টে গণদাবী পরিষদের জনসভা

4

আগামী এক মাসের মধ্যে দাাবি আদায় না হলে দুর্বার আন্দোলন: গণদাবী পরিষদ

 

নিউজ ডেস্ক :: বৃহত্তর সিলেটের জনগুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক কোর্ট পয়েটে এক বিরাট জনসভা রবিবার (২৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়।

 

8

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীর ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজ এর যৌথ পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ,বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এডভোকেট আব্দুর রকিব।

 

সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটবাসী ১৯৪৭ সাল থেকে অদ্যাবদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বঞ্চিত হয়ে আসছে। হযরত শাহজালাল (র.)’র পূণ্যভুমির মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, এই দুর্বলতার সুযোগে সিলেটবাসীকে বার বার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখন বৃহত্তর সিলেটের জনসাধারণ জেগেছে, বৃহত্তর সিলেটবাসীকে আর বঞ্চিত রাখা যাবেনা। আগামী এক মাসের মধ্যে বৃহত্তর সিলেটের ন্যায্য দাবী সম্পর্কে সরকার ইতিবাচক ভূমিকা না রাখেলে দূর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে। বৃহত্তর সিলেটের দাবী আদায়ে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং সকল সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দকে সহযোগিতা করার আহবান জানান।

5

 

সভায় বক্তারা সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রোডে নতুন দুটি ট্রেন চালু করার জোর দাবি জানান। সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান, সাথে সাথে সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজ দ্রুত করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানান। সিলেট-ছাতক ট্রেন লাইন দ্রুত সংস্কার করে ট্রেন চালু করার জোর দাবি জানান। সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের জন্য জোর দাবি জানান। সিলেট বিভাগের সকল নদী, খাল, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, বাসিয়া নদী জরুরী ভিত্তিতে খননের জন্য জোর দাবি জানান, সিলেট-ঢাকা রোডে বিমান ভাড়া সর্বোচ্চ ৩ (তিন) হাজার টাকা করার জোর দাবি জানান, মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য জোর দাবি জানান, সিলেটে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং বন্ধের জোর দাবি জানান।

 

6

সভায় বক্তারা বর্তমান সরকার উন্নয়ন বাজেটে সিলেটকে বঞ্চিত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে উন্নয়ন বাজেটে সিলেটকে অন্তর্ভূক্ত করার জোর দাবি জানান। সিলেটের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার জোর দাবি জানান।

5

 

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি এডভোকেট আব্দুল ওদুদ, সাংবাদিক এম.এ. হান্নান, মহানগর সভাপতি ও মৌলবীবাজার প্রতিনিধি ডা. হাবিবুর রহমান, এডভোকেট আনোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বকুল, এডভোকেট কামরুজ্জামান তারা, এডভোকেট মামুন রশিদ, এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, শাহজাহান আহমদ, সাজিদুর রহমান,সাংবাদিক নূরুদ্দীন রাসেল,তুফায়েল আহমদ, ইর্শাদ আলী, আব্দুল্লাহ খোকন, মাওলানা শাহ ইমরান কামালী, মাওলানা এম ছবুর,রায়হান আহমদ, রায়হান আহমদ শিমুল, জাকারিয়া আহমদ মুমিন, রাবেয়া বেগম রিয়া, সাংবাদিক মোঃ জিল্লুর রহমান জিলু, রেদওয়ান হুসেন জিলু, মোছা. ফাহিমা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6