সিলেটে অসামাজিক কাজ : চারটি হোটেল সিলগালা

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

সিলেটে অসামাজিক কাজ : চারটি হোটেল সিলগালা

8

 

4

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চালানো হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এক সপ্তাহে পৃথক পৃথক অভিযান চালিয়ে চারটি আবাসিক হোটেলকে সিলগালা করা হয়েছে। এছাড়া ওই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ।

5

 

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সিলগালা করা হোটেলগুলো হল- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল এবং আল সাদী হোটেল। সিলেট মহানগর পুলিশ আশা করছে, এই ধরণের কঠোর পদক্ষেপ শহরের সামাজিক শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে এবং নাগরিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

 

পুলিশ জানায়, অভিযানে হোটেল থেকে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান নগরবাসীর নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে নেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেট মহানগরীতে অসামাজিক কর্মকাণ্ড রোধে আমরা সর্বদা সচেষ্ট। গত সপ্তাহে নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই নগরবাসী নিরাপদ এবং নৈতিকভাবে সুরক্ষিত পরিবেশে থাকতে পারে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে যাতে হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধ করা যায়।’

2

 

5

তিনি আরও জানান, ‘পুলিশ শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক নৈতিকতার রক্ষার ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা রাখছে। নাগরিকদের সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমে আমরা এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সক্ষম হবো।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3