প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে সারাদেশের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জের ৪টি জেলায় ৪১টি উপজেলা হতে বাছাইকৃত সদস্যদের নিয়ে একযোগে ২১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার আনসার প্লাটুন মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপ।
সিলেট জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্বোচ্চ শৃঙ্খলা প্রদর্শন করে গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের দেশের সম্পদ হিসেবে তৈরি করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেবল দক্ষতা অর্জনের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তুতি।”
তিনি জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের তরুণদের বাছাই করে তাদেরকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ মডিউল অনুসারে শৃঙ্খলা, টার্ন আউটের মানোন্নয়ন, পিটি, প্যারেড, ড্রিল, প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধের নিয়মাবলী, অস্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণসহ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিভিন্ন প্রক্রিয়া শেখানো হবে।
উপমহাপরিচালক বিশেষভাবে জোর দিয়ে বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও চৌকস করে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনকালে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোট কেন্দ্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন, গুজব প্রতিরোধে কাজ করবেন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।”
তিনি আনসার- ভিডিপি সদস্যদের “জনগণের সবচেয়ে কাছের সহায়ক শক্তি” হিসেবে আখ্যায়িত করে তাদের সততা এবং দেশপ্রেমের মাধ্যমে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি আরো জানান, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে প্রত্যেক উপজেলায় সঞ্জিবন প্লাটুন গঠন করা হবে, যার লক্ষ্য গ্রামীণ জনপদে অর্থ-সামাজিক উন্নয়নের মধ্যমে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিকাশ ঘটানো।
তিনি প্রশিক্ষণার্থীদেরকে দেশসেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নম্র, ভদ্র, বিনয়ী, সৎ, ন্যায়নিষ্ঠ, পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান এবং নিজ দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা এবং সার্কেল অ্যাডজুট্যান্ট ফারুক হোসেইন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে সিলেট রেঞ্জের ৪টি জেলায় মোট প্রায় ৫২৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন, যার মধ্যে সিলেট জেলার ১০০ জন, সুনামগঞ্জ জেলার ১০০ জন, হবিগঞ্জ জেলার ১৭৬ জন এবং মৌলভীবাজার জেলার ১৫০ জন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest