স্বর্ণপদক জিতলো সুনামগঞ্জের নিগম

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

স্বর্ণপদক জিতলো সুনামগঞ্জের নিগম

4

 

6

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : SKIF-BANGLADESH আয়োজিত 1ST NATIONAL AND INTERNATIONAL KARATE CHAMPIONSHIP-2025 BANGLADESH -এ ছোটদের ৫ থেকে ৮ বছরের ৩০ কেজি ক্যাটাগরির কুমিতে (ফাইটে) স্বর্ণ ও কাতাতে ব্রোঞ্চ পদক জিতেছে সুনামগঞ্জ ছেলে নিগম বিশ্বাস পর্ব।

 

 

টুর্নামেন্ট টি গত ১৮-২১ সেপ্টেম্বর রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়।

 

উক্ত টুর্নামেন্টে ভারত,নেপাল,ভূটান, শ্রীলঙ্কা,জাপান,সিরিয়া,আর্জেন্টিনা,স্পেন, মালয়েশিয়া,কানাডার প্রথিযোগি অংশগ্রহণ করে।

 

নিগমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর। তার স্থায়ী নিবাস সুনামগঞ্জ হলেও জন্ম ও বেড়ে উঠা হবিগঞ্জ শহরে তার মামার বাড়িতে। তার বাবা নিবারন চন্দ্র বিশ্বাস প্রবাসী কল্যাণ ব্যাংক, সুনামগঞ্জেের গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক। এবং মাতা অর্লিকা দাস হবিগঞ্জের বানিয়াচং কাটখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

6

 

সে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির ছাত্র। তার কোচ সেন্সি ফজলুল করীম। সে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির হয়েই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

 

উক্ত একাডেমির ৮ জন্য কারাতেকা এবার উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাঁচটি স্বর্ণসহ মোট ১৬ টি পদক পায়। উক্ত টুর্নামেন্টে জুনিয়র সিনিয়র মিলিয়ে দেশ বিদেশের ১৪০০ জন প্রতিযোগী ছিলো। কুমিতে নিগম প্রতিপক্ষকে কোনরূপ পয়েন্ট না দিয়েই ম্যাচ জিতে নেয়। প্রতিপক্ষকে জিরোতে রেখে ম্যাচ জেতা তাও আন্তর্জাতিক টুর্নামেন্টে খুবই বিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

নিগম হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডোমি এর জুনিয়র শাখার ক্রিকেট খেলোয়ার।

 

4

নিগমের এমন সাফল্যে খুশি বাবা মাসহ তার সহপাঠীরা। তাঁর এমন অভাবনীয় সাফল্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা ও মা।

 

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7