প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, সিলেট-ঢাকা ৬ লাইন মহাসড়ক কাজের দ্রুত অগ্রগতির ব্যাপারে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। নানা জটিলতায় কাজের অগ্রগতি সাধারণ মানুষের আকাঙ্খার সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। তবে, খুব শিগগিরই জনসমক্ষে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হবে বলে আমরা আশাবাদী।
তিনি প্রশাসনের পক্ষ থেকে চলমান, অসামাজিক কার্যকলাপ, জুয়া, মাদক ও নাম্বার প্লেইটবিহীন সিএনজিচালিত অটোরিক্সাসহ অবৈধ যানবাহন বিরোধী অভিযান এবং রাজপথ-ফুটপাথ দখলদারদের কবল থেকে উদ্ধার অভিযানে সচেতন জনগণের সহযোগিতা কামনা করেন।
১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোগলাবাজার থানার নবাগত ওসি শামসুল হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর,মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান,মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা,কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা থানার ওসি’র প্রতিনিধি এসআই অমিত সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন এবং লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের পক্ষে ওয়ারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় সাংবাদিক প্রতিনিধিদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি। তিনি থানা এলাকায় আইন-শৃংখলার উন্নয়নে সচেষ্ট বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওসি কিশোর ও তরুণ বয়সী সন্তানদের প্রতি আরো সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
দক্ষিণ সুরমা থানার ওসি’র প্রতিনিধি এসআই অমিত সাহা বলেন, বঙ্গবীর রোড, স্টেশন রোড, রেলওয়ে স্টেশন এপ্রোচ রোডের ফুটপাথ ও রাজপথ দখল করে যারা পথচারী ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। তিনি থানা পুলিশের অসামাজিক কার্যকলাপ, জুয়া ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সভায় আশ্বস্থ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest