প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
নিউজ ডেস্ক : রাত তখন গভীর। অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন। কিন্তু সিলেটের সড়কে তখন একদল পুলিশ দায়িত্ব পালন করছে। হঠাৎ করেই সিলেটের গোলাপগঞ্জে হিলালপুর চেকপোস্টে থামানো হয় একটি কাভার্ডভ্যান। ওই কাভার্ডভ্যানের তল্লাশী চালিয়ে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় ৩ জনকে আটক করে। এসময় এছাড়াও গাড়িতে থাকা আরও ৩-৪ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমা থানার বারখলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. হৃদয় (২২), মোগলবাজার থানার জাহানপুর গ্রামের মৃত আজমল আলীর ছেলে রুমন আলী (২৩) ও বরিশাল জেলার উজিরপুর থানার ঐঠরা গ্রামের আলঙ্গীর হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৫)৷
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি কাভার্ডভ্যানের সিগন্যাল দিয়ে গাড়িতে থাকা লোকদের কাছে মালামাল সম্পর্কে জানতে চাইলে গাড়িতে থাকা লোকদের কাছে জবাব না পেয়ে পুলিশ গাড়িটি তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় মালামাল দেখতে পায়। এই মালামালের কাগজপত্রও চাইলে তারা তাও দেখাতে সক্ষম হয়নি। এরপর পুলিশ গাড়িটিতে থাকা মালামাল জব্দ করে গাড়িতে থাকা ৩জনকে আটক করে। এসময় অবস্থা বেগতিক দেখে গাড়ির ভ্যানে থাকা আরও ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।
গাড়িতে থাকা ভারতীয় তৈরি ২ হাজার ৪০২ পিস বডি লোশন, ১১ হাজার ৯শ পিস ক্রিম, ৪ হাজার ৬২ পিস ফেইসওয়াশ, ১৪ হাজার ৭৬০ পিস ক্রিম, ১৬ হাজার ২৪০ পিস স্কিন ক্রিম, ৬ হাজার ৪৮ পিস ক্রিম, ২৭৫ কেজি চকলেট, ১ হাজার ২৯৬ পিস স্টার ফেইসওয়াশ জব্দ করা হয়। যার বাজারমুল্য ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৮২০ টাকা।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছি। আটক ব্যক্তিরা চোরাই মালামাল বহনের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’




উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest