সুনামগঞ্জে যে তিনদিন বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

সুনামগঞ্জে যে তিনদিন বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

1

 

নিউজ ডেস্ক : বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নমূলক কাজের জন্য তিনদিন সুনামগঞ্জের দিরাই ও মল্লিকপুর ফিডারের সকল এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

7

 

8

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

 

সুনামগঞ্জ বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, ৮, ৯ ও ১০ অক্টোবর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ১১ কেভি দিরাই এবং ১১ কেভি মল্লিকপুর ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

5

 

1

১১ কেভি দিরাই ফিডারের এলাকা: ইকবালনগর, বাহাদুরপুর, জানিগাঁও, নীলপুর বাজার, রাবার বাড়ি, ভৈষবেড়, দিরাই রাস্তা মোড়, গোবিন্দপুর, কলাইয়া, চন্ডিটিয়র।

 

১১ কেভি মল্লিকপুর ফিডারের এলাকা: পশ্চিম হাজীপাড়া, জেলা পরিষদ রোড, মৌচাক, বৈঠাখালি, মল্লিকপুর, বিসিক, পুলিশ লাইন, কালিপুর, হাসান বসত, ওয়েজখালী, পিরিজপুর, জলিলপুর, শ্রীপুর, হবতপুর।

 

বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে সম্ভাব্য অস্বুবিধার জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3