দুর্গাপূজা উপলক্ষ্যে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : জিয়াউল হাসান

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

দুর্গাপূজা উপলক্ষ্যে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : জিয়াউল হাসান

2

 

নিউজ ডেস্ক :: সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (২৭ সেপ্টেম্বর)২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় দুর্গাপূজার মোতায়েন পূর্ববর্তী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোতায়েনকৃত সদস্যদের দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস, পিএএমএস।

 

6

তিনি সকল সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পেশাদারিত্বর সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে সতর্ক থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শারদীয় সুরক্ষা এপে রিপোর্ট ও ৯৯৯ নাম্বারে কল দেয়া ও সংশ্লিষ্ট ইউএভিডিওকে জানানোর নির্দেশনা প্রদান করেন।

6

 

যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথভাবে প্রতিহত করার নির্দেশনা দেন।

 

5

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হলো প্রোএকটিভ ফোর্স যারা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করে। এবারও শারদীয় দুর্গাপূজায় যাতে দুষ্কৃতকারী অপতৎপরতা রুখে দেয়া যায় সেলক্ষ্য মৌলভীবাজার জেলার ১০০৩টি পূজা মন্ডপে ৬০৮৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে এবং আনন্দ আয়োজনে সিলেট বিভাগের ২৭০১টি পূজামণ্ডপে পূজা উৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বমোট ১৬৮৮৮ জন আনসার- ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

7

 

উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন পরিচালক, সিলেট রেঞ্জ, অধিনায়ক, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন, জেলা কমান্ড্যান্ট, মৌলভীবাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর।

 

এর আগে প্রধান অতিথি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ও মৌলভীবাজারজেলার উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিভাগে সেরা প্রশিক্ষনার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4