প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৩৫ রান সংগ্রহ করে সালমান আলী আগার দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় এই ম্যাচ। এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। শুরুতেই টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকবাহিনী। বল হাতে পাকিস্তানের বিপক্ষে শুরু করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
প্রথমে ২ উইকেট হারিয়ে ফখর-সালমানের ব্যাটে বিপদ কাটিয়ে উঠার আগেই পাওয়ার প্লে শেষে রিশাদের জোড়া আঘাতে বিপাকে পড়ে যায় পাকিস্তান।
এ দিন ব্যাট হাতে ৫০ রান তোলার আগেই পাকিস্তান হারিয়ে ফেলে ৫ উইকেট। ৫ উইকেট হারিয়ে পাকিস্তান যখন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখনই ব্যাট হাতে দলের হয়ে হাল ধরতে ক্রিজে আসেন শাহীন আফ্রিদি।
ব্যাটিংয়ে এসে পরপর ছক্কা মেরে ভয়ংকর হয়ে ওঠার আগেই ১৩ বলে ১৯ রানে সাজঘরের পথ ধরেন শাহীন।
দলীয় ৭১ রানে ৬ উইকেট হারানোর পর মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজের জুটিতে ১০০ রান পার করে পাকিস্তান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ পায় সালমানের দল।
পাকিস্তানের হয়ে ব্যাট হাতে এ দিন ২০ বলে ১৩ রান করেন ফখর জামান, ২৩ বলে ১৯ রান করেন সালমান আলী আগা, ২৩ বলে ৩১ রান করেন মোহাম্মদ হারিস, ১৩ বলে ১৯ রান করেন শাহীন আফ্রিদি এবং ১৫ বলে ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ।
বল হাতে টাইগারদের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ, ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী এবং ১টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে ১২০ বলে করতে হবে ১৩৬ রান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest