প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক তফসিলে সংরক্ষণ করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক নেই।
এছাড়া স্থগিত রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এই গেজেট প্রকাশ করে ইসি।
সংস্থাটির সচিব আখতার আহমেদ প্রকাশিত গেজেটে ১১৫টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালায়। এর মধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের। বাকিগুলোর মধ্য থেকেই নতুন দলগুলোকে প্রতীক নিতে হবে।
এদিকে এনসিপি থেকে প্রতীকের বিধিমালা সংশোধন করে শাপলা অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।
আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিলে শাপলা প্রতীক না থাকায় এনসিপি তা পাচ্ছে না।
উল্লেখ্য, আদালতের আদেশে এর আগে বাংলাদেশ জামায়াতের ইসলামী নিবন্ধন প্রতীকসহ ফিরিয়ে দেয় ইসি। আর সরকার কার্যক্রম নিষিদ্ধ করায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন প্রতীকসহ স্থগিত করে সংস্থাটি।
সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ১১৫টি প্রতীক হলো- আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest