প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ মেধাবীদের জন্য কিছু ভিসা ফি বাতিলের প্রস্তাব খতিয়ে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এমন পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাজ্য। এমন সময়ে এই পদক্ষেপ নেওয়ার চিন্তা চলছে, যখন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন অনুযায়ী, স্টারমারের ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ এমন বিকল্প নিয়ে আলোচনা করছে, যার মধ্যে থাকতে পারে বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সম্পূর্ণ ফি মওকুফ।
এক কর্মকর্তা এফটিকে বলেন, আমরা এমন ধরনের মানুষদের নিয়ে কথা বলছি, যারা বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অথবা মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। আমরা খরচ শূন্যে নামিয়ে আনার ধারণা নিয়ে আলোচনা করছি।
প্রতিবেদন অনুযায়ী, এসব সংস্কার নিয়ে আলোচনা চলছিল প্রধানমন্ত্রীর কার্যালয় ও ট্রেজারিতে। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, দেশটিতে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার (যা মূলত প্রযুক্তি খাতেই বেশি ব্যবহৃত হয়) জন্য নতুন আবেদনকারীদের ১ লাখ ডলার ফি দিতে হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে রোববার থেকে।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আসলে ব্রিটিশ সরকারের ভিসা নীতি পরিবর্তনের উদ্যোগকে আরও ত্বরান্বিত করেছে। কারণ আগামী নভেম্বরে আসন্ন বাজেট ঘোষণার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পথে এ ধরনের প্রণোদনা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন আলোচনায় যুক্ত কর্মকর্তারা।
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার বর্তমান খরচ প্রতি আবেদনকারীর জন্য ৭৬৬ পাউন্ড। স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই ফি প্রযোজ্য। এর পাশাপাশি আবেদনকারীরা সাধারণত প্রতি ব্যক্তির জন্য বছরে ১ হাজার ৩৫ পাউন্ড স্বাস্থ্য সারচার্জের মুখোমুখি হন। এই ভিসা ব্যবস্থা ২০২০ সালে চালু হয়,যা বিজ্ঞান, প্রকৌশল, মানবিক বিদ্যা, চিকিৎসায়, ডিজিটাল প্রযুক্তি এবং শিল্প ও সংস্কৃতিতে স্বীকৃত নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে তৈরি।
‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিশ্বের সেরা বিজ্ঞানী, অ্যাকাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা ধারণা নিয়ে কাজ করছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন স্টার্মারের ব্যবসা উপদেষ্টা বরুণ চন্দ্র এবং বিজ্ঞানমন্ত্রী লর্ড প্যাট্রিক ভ্যালান্স। যদিও হোম অফিস এখনো আনুষ্ঠানিকভাবে এসব প্রস্তাব গ্রহণ করেনি। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভিসার নিয়মকানুন পর্যালোচনাধীন রয়েছে।
এক কর্মকর্তা বলেন, এই পদক্ষেপটি ব্রিটেনে অভিবাসন কমানোর সরকারের লক্ষ্যকে দুর্বল করবে না। বরং এটি সেরা এবং উজ্জ্বল প্রতিভাধর মানুষদের যুক্তরাজ্যে আকর্ষণ করার জন্য করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের সব দফতর এবং নেতৃত্ব একমত।
সূত্র: রয়টার্স




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest