সুনামগঞ্জে হার-জিত নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

সুনামগঞ্জে হার-জিত নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের সংঘর্ষ

7

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে হার-জিতকে কেন্দ্র করে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

4

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার জাউয়াবাজার কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

3

 

জানা গেছে, পাইগাঁও স্কুল ও খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার মধ্যে ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে খেলাটি ট্রাইবেকারে গেলে তখন খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার কাছে পাইগাঁও স্কুলের দল হেরে যায়। উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এসময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে কলেজ ভবনের জানালার কাঁচ ভেঙে ফেলে এবং ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খরিদিচর মাদরাসা ও পাইগাঁও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের অন্তত ৬-৭ জন শিক্ষার্থী হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

8

 

7

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8