প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে স্ত্রীসহ সমুজ আলী নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ইউনিয়নের হিলু রাজীবাড়ি এলাকার সমুজ আলীর বাড়িতে অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় সমুজ আলীর বসতঘর থেকে বিদেশী বিভিন্ন ধরণের ৩৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়নের হিলু রাজীবাড়ি এলাকার মৃত তবারক আলীর ছেলে সমুজ আলী (৫০) ও তার স্ত্রী হাসনা বেগম (৪০)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ইউনিয়নের হিলু রাজীবাড়ি এলাকার সমুজ আলীর বসত বাড়িতে অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় সমুজ আলীর বসত ঘর থেকে ৩৩৫ বোতল বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এসময় সমুজ আলী ও তার স্ত্রী হাসনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েক জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং- ১৬, তারিখ:১৮/০৯/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ২৪ (খ)/৩৮/৪১ রুজু করা হয়।
পুলিশ আরও জানায়, প্রেপ্তার হওয়া সমুজ আলীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একাধিক মামলা রয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ‘সমুজ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও দক্ষিণ সুরমা থানায় মাদকের মামলা রয়েছে। বুধবার সমুজের বসত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে এবং সমুজ আলী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest