বিভাজনমূলক রাজনীতিকে উসকে দিয়েছেন ট্রাম্প

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

বিভাজনমূলক রাজনীতিকে উসকে দিয়েছেন ট্রাম্প

3

 

1

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে প্রকাশ্য বাকযুদ্ধ। ট্রাম্পের চলমান রাষ্ট্রীয় সফরের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি। ট্রাম্পের যুক্তরাজ্যে আগমন নিয়ে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত সাদিক খানের লেখা এক নিবন্ধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

সেখানে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি-ডানপন্থি রাজনীতিকে সবচেয়ে বেশি উসকে দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পই।

8

 

ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছাতেই তীব্র সমালোচনায় মুখর হলেন সাদিক খান। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উগ্র-ডানপন্থি রাজনীতিকে উৎসাহিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাই সবচেয়ে বেশি।

 

তিনি বলেছেন, সম্ভবত বিশ্বব্যাপী এই রাজনীতির আগুনে সবচেয়ে বেশি ঘি ঢেলেছেন ট্রম্পই। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা মোতায়েনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সাদিক খান লিখেছেন, এটি ‘স্বৈরশাসকের খাতার হুবহু অনুলিপি। ট্রাম্পের সামরিক বাহিনীর ব্যবহার এবং সংখ্যালঘুদের লক্ষ্য করে নেওয়া পদক্ষেপগুলো স্বৈরাচারের কৌশল ছাড়া আর কিছু নয়।’

 

2

তিনি আরও বলেছেন, ‘তিনি বুঝতে পারেন যে আন্তর্জাতিক বাস্তবতায় যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। তবে ‘বিশেষ সম্পর্ক’ মানে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং এর অর্থ একজন গুরুত্বপূর্ণ বন্ধু হওয়া, ক্ষমতার সামনে সত্য তুলে ধরা এবং স্পষ্ট করে জানানো যে ব্রিটিশরা ভয় ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করে।’

 

3

যুক্তরাজ্যের নেতাদের ভয় আর বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন সাদিক। বলেছেন, ‘আমাদের নেতাদের এখন আর নীরব থাকা উচিত নয়। সময় এসেছে একসঙ্গে চলার।’ এর আগে গত জুলাইয়ে ট্রাম্প খানের ব্যাপারে মন্তব্য করে বলেছেন, তিনি একজন খারাপ মানুষ এবং ভয়াবহ কাজ করেছেন।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8