প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় শিশু ইউটিউবার, মুহাম্মদ শিরাজ ও মুসকান, তাদের সোশ্যাল মিডিয়ার আয়কে ইতিবাচক কাজে ব্যবহার করেছেন। ঘুরসেই গ্রামের পুরনো স্কুলকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, যেখানে বড় দাতাদের সহযোগিতাও রয়েছে। এই উদ্যোগ সামাজিক মিডিয়ার প্রভাবকে সৃজনশীল ও সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করার একটি উদাহরণ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
শিরাজের পিতা মুহাম্মদ তাকী প্রথমবার স্কুলটির দুরবস্থা একটি ইউটিউব ভিডিওতে তুলে ধরেন, যেখানে দেখা যায় শিশুরা বাইরে বসে পড়াশোনা করছে, ইউনিফর্ম, জুতো বা মৌলিক সুবিধা ছাড়া।
পরিবারটি আরও উন্নত জীবনযাত্রার জন্য ইসলামাবাদ স্থানান্তরের কথা ভাবলেও তাকী বলেন, তারা গ্রামের উন্নয়নের জন্য এখানে থাকতে ও কাজ করতে পছন্দ করেছেন। তিনি বলেন, ‘ঘুরসেই গিলগিত-বালতিস্তানের দূরবর্তী এলাকা, এখানে মৌলিক সুবিধা খুবই কম। আল্লাহ শিরাজকে খ্যাতি দিয়েছেন, তখন আমাদের দুটি বিকল্প ছিল: এখানে থাকার মাধ্যমে গ্রামের জন্য কাজ করা, নাকি ইসলামাবাদ চলে যাওয়া। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গ্রামের উন্নয়নের জন্য এখানে থাকব।’

শিরাজ ও মুখসান কে?
সিয়াচেন পাহাড়ের পাদদেশে ২,০০০ জনের ছোট গ্রাম ঘুরসেই থেকে উঠে আসা শিরাজ তার ভ্লগের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। ভ্লগে গ্রামের পাথুরে রাস্তা, পারসিয়ান স্টাইলের বাড়ি, স্থানীয় উৎসব ও দৈনন্দিন জীবন তুলে ধরা হয়।
মুখসানের হাস্যোজ্জ্বল উপস্থিতি চ্যানেলের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। তাকী বলেন, ‘আমরা চেষ্টা করছি কিছু ভালো দেখাতে এবং তা প্রকাশ করতে।’ দর্শক বৃদ্ধি পাওয়ায় দর্শকরা ভাইবোনদের প্রশংসা করেছেন, কারণ তারা আনন্দ ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
শিরাজ ও মুসকান ব্যক্তিগত আয় বিনিয়োগ করেছেন, তবে তাকী দাতাদের—ফাওজিয়া জাকি ও তার ভাগ্নী জেহরা জৈদী—কে মূল অবদানকারী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বড় চ্যালেঞ্জ ছিল। স্কুলের জন্য প্রয়োজনীয় জমি কেনা, এবং শীতের কারণে কাজ করা খুবই কঠিন। স্কুল নির্মাণ ও জমি কেনা—এটি এক বছর এক ধাপ, দুই বছরেরও বেশি সময় লেগেছে।’
নতুন স্কুল, জাকি অ্যাকাডেমি, এখন প্রশস্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাসুবিধা, বিনোদন ক্ষেত্র এবং নিরাপদ শিক্ষার পরিবেশ প্রদান করছে।

বৃহত্তর অবদান
ফাওজিয়া ও জেহরা একটি প্রাথমিক বাঁধ নির্মাণ, পানির পাম্প, সৌর প্যানেল এবং জরুরি চিকিৎসা সহায়তা ব্যবস্থা চালু করেছেন। এই উদ্যোগটি ফাওজিয়ার পিতামহ ক্যাপ্টেন মুহাম্মদ জাকির স্বপ্ন পূরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা।
তবুও, কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। শিরাজ যখন গত বছর মে মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাকী একটি স্থায়ী বাঁধের অনুরোধ করেছিলেন, যাতে বন্যা থেকে গ্রাম রক্ষা করা যায়। সাময়িকভাবে গ্রামবাসীরা এই বন্যার জন্য অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে, তবে স্থায়ী সমাধান এখনও প্রয়োজন।

শিরাজের বার্তা
সম্প্রতি একটি ভিডিওতে শিরাজ অন্যান্য ক্রিয়েটরদের অনুরোধ করেছেন তাদের প্ল্যাটফর্মকে জনগণের কল্যাণে ব্যবহার করতে। তিনি বলেন, ‘যে ক্ষেত্রেই কাজ করো, উদ্দেশ্য শুদ্ধ রাখো। আল্লাহ তোমাকে সফল করবেন। তবে মনে রাখো, অন্যদের জন্য সুবিধা ও উন্নতি করার চেষ্টা করতে হবে, ছোট ছোটভাবে হলেও।’
তাকীও একই মনোভাবের কথা উল্লেখ করেন, তিনি বলেন, ‘ক্রিয়েটরদের মনে রাখতে হবে তাদের কাজ দেখে যে লাখ লাখ মানুষ উপকৃত হয়, এবং যেন কোনো কষ্ট সৃষ্টি না হয়।’
সোশ্যাল মিডিয়ায় এই পরিবারের উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে, এবং ব্যবহারকারীরা তাদের জাতির জন্য আশা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে অভিহিত করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest