প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলমান ১৭তম আসরের পঞ্চম ম্যাচে গতকাল শ্রীলংকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৩৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সহজ টার্গেট তাড়ায় ৬ উইকেটে জয় লাভ করে লংকানরা।
দলের এমন পরাজয়ে রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। মিডলঅর্ডারে জাকের আলী অনিক ও ও শামীম হোসেনের পাটোয়ারির ব্যাটে চড়ে ২০ ওভারে ১৩৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় মাত্র ১৪.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।
দলের এমন বাজে পরাজয়ে গণমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক নান্নু বলেন, ‘হতাশ সবাই। ব্যাটিং বোলিং সবদিক দিয়েই আমরা হতাশাজনক পারফরম্যান্স করেছি। এত বাজেভাবে হারব, এটা কখনোই চিন্তায় আসেনি।’
নান্নু আরও বলেন, ‘শুরুতেই পাওয়ারপ্লেতে ম্যাচ আমাদের হাতের বাইরে চলে গেছে। দ্রুত উইকেট গুলো হারিয়ে ফেলা, তারপরে আবার মাত্র ১৩৯ রান নিয়ে আমরা যেভাবে বোলিং করেছি, এভাবে বোলিং হতাশাজনক।’
তিনি বলেন, ‘আবুধাবির কন্ডিশন অনেক কঠিন। টানা ম্যাচ খেলেছি। এখানে অনেক সেনসিবল ক্রিকেট খেলতে হয়, এই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি বলেই আজকে এই অবস্থা।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest