প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫
নিউজ ডেস্ক : গাজায় চলমান গণহত্যা এবং লেবানন, সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক ‘ইসরায়েলি’ বিমান হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটায় দেওয়া এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের ওপর চলা দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আমরা গর্বের সঙ্গে সেই অবস্থান অব্যাহত রেখেছি।’
তিনি লেখেন, ‘আজও যখন দখল করা পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে, তখন তা ভবিষ্যতে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে। এটি কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, এটি সুপরিকল্পিতভাবে একটি জাতির অস্তিত্ব নিশ্চিহ্ন করার প্রচেষ্টা।’
বিএনপি নেতা লেখেন, “‘ইসরায়েল’-এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যা ঘটছে তা কেবল গণহত্যা নয়, বরং ‘পরিকল্পিত জাতিগত নিধন’। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান এই নির্যাতন মানবসভ্যতার বিবেককে আহত করছে। এটি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি বিশ্বমানবতার জন্য চরম হুমকি।”
তিনি বিশেষভাবে বাংলাদেশের শ্রমশক্তি নির্ভর অর্থনীতির কথা উল্লেখ করে বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে লাখো বাংলাদেশি কর্মরত। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কিন্তু বর্তমান উত্তেজনা পুরো অঞ্চলটিকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন ইস্যুতে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন ‘ইসরায়েল’ সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন ঠেকাতে কার্যকর চাপ সৃষ্টি করে।”
তিনি আরও আন্তর্জাতিক বিচার আদালতকে গাজায় ‘ইসরায়েলি’ সরকারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় দ্রুত ঘোষণার অনুরোধ জানান। তারেক রহমান বলেন, ‘বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার অস্বীকার করা হয়। গাজায় যা ঘটছে তা স্পষ্টতই গণহত্যা। আমি আইসিজেকে (ICJ) অনুরোধ জানাচ্ছি, তারা যেন দ্রুত রায় ঘোষণা করে এই মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest