প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫
বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
দুর্ঘটনার বিষয়টি নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেত্রী। আবেগঘন এক পোস্টে তিনি লিখেছেন, বৃহস্পতিবার শুটিংয়ের জন্য চার্চগেট যাচ্ছিলেন। শাড়ি পরে ট্রেনে ওঠার সময় হঠাৎ ট্রেনের গতি বেড়ে যায়। এ সময় তিনি দেখেন তার বন্ধুরা ট্রেনে উঠতে পারেনি। আতঙ্কে তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দেন এবং পড়ে গিয়ে গুরুতরভাবে মাথায় আঘাত পান।
কারিশমা জানিয়েছেন, দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। মাথা ফুলে গেছে, পিঠে প্রচণ্ড ব্যথা করছে এবং শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে একদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন।
ভক্তদের উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল থেকে আমি ভীষণ ব্যথায় আছি, তবে মানসিকভাবে শক্ত আছি। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দিচ্ছে।’
‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া কারিশমার এমন দুর্ঘটনায় ভক্তরা দারুণ উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতার কামনা করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest