প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : কুয়ালালামপুরের কাম্পুং সুঙ্গাই বারু এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি ঘটনাটিকে ‘জঘন্য ও অসভ্য কাজ’ আখ্যা দিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আদালতের নির্দেশে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানে। অভিযানের সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে ডাং ওয়াঙ্গি পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি অ্যাফেন্ডি সুলাইমান মাথায় আঘাত পান। পরে তার রক্তাক্ত অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আজকের ঘটনা, যেখানে একজন সরকারি কর্মচারী আক্রান্ত হয়েছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যেন অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং নিরাপত্তা বাহিনীর অখণ্ডতা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ফেডারেল সংবিধান শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করলেও সেই স্বাধীনতার অপব্যবহার করার সুযোগ নেই।
সাইফুদ্দিন সতর্ক করে বলেন, সরকার কখনোই সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সমাবেশের অধিকারকে অপব্যবহার, অরাজকতা সৃষ্টি কিংবা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ঘৃণা উস্কে দেওয়ার প্রচেষ্টা বরদাশত করবে না।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest