মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী

5

 

আন্তর্জাতিক ডেস্ক : কুয়ালালামপুরের কাম্পুং সুঙ্গাই বারু এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি ঘটনাটিকে ‘জঘন্য ও অসভ্য কাজ’ আখ্যা দিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

1

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আদালতের নির্দেশে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানে। অভিযানের সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে ডাং ওয়াঙ্গি পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি অ্যাফেন্ডি সুলাইমান মাথায় আঘাত পান। পরে তার রক্তাক্ত অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করে।

6

 

4

স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আজকের ঘটনা, যেখানে একজন সরকারি কর্মচারী আক্রান্ত হয়েছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যেন অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

 

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং নিরাপত্তা বাহিনীর অখণ্ডতা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ফেডারেল সংবিধান শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করলেও সেই স্বাধীনতার অপব্যবহার করার সুযোগ নেই।

 

1

সাইফুদ্দিন সতর্ক করে বলেন, সরকার কখনোই সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সমাবেশের অধিকারকে অপব্যবহার, অরাজকতা সৃষ্টি কিংবা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ঘৃণা উস্কে দেওয়ার প্রচেষ্টা বরদাশত করবে না।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4