প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং ক্রিকেট দল।
বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসে তৃতীয় বলে ফেরান অংশুমান রাঠকে।
নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার।
আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন।
বাংলাদেশকে দ্বিতীয় উইকেট উপহার দেন তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তিনি। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং।
ফের হংকং শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সামিক। তার করা বলটি উড়িয়ে মারেন জিশান আলী। বলে টাইমিংয়ে গড়মিল হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙল ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।
৭১ রানে তৃতীয় উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন নিজাকাত খান ও ইয়াসিম মুর্তজা। ৩৪ বলে ৪৬ রান যোগ করার পর রানআউট হয়েছেন মুর্তজা। ১৯ বলে ২৮ রান করেছেন হংকং অধিনায়ক। ১১৭ রানে চতুর্থ উইকেট হারায় তারা।
১৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদ হোসেনকে ছক্কা মারেন নিজাকাত খান। ওভারের পঞ্চম বলে প্রতিশোধ নিয়ে নেন রিশাদ। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত ফিরেছেন তানজিমকে ক্যাচ দিয়ে। হংকংয়ের সর্বোচ্চ স্কোরারকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে এলবিডব্লু করে দিয়েছেন রিশাদ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest