ডাকসুতে শিবিরের সাফল্যে সেই কচ্ছপের গল্প শোনালেন জয়

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

ডাকসুতে শিবিরের সাফল্যে সেই কচ্ছপের গল্প শোনালেন জয়

6

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় দীর্ঘ দিন ধরেই অভিনয় জগতের বাইরে রয়েছেন। এখন আর তাকে নিয়মিত অভিনয়ে দেখা যায় না। তবে এখন তিনি সঞ্চালনায় ব্যস্ত। সেই সঙ্গে নানা বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকেন অভিনেতা। সামাজিক মাধ্যমে মনের ভেতরে যে কথা থাকে, সে কথা অকপটে শুভাকাঙ্ক্ষীদের সামনে তুলে ধরেন তিনি। এবার ডাকসু নির্বাচনে শিবিরের সাফল্যে কচ্ছপ ও খরগোশের সেই পুরোনো গল্পের কথা শোনালেন জয়।

 

গত বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন— কচ্ছপ এবং খরগোশের গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সঙ্গে কচ্ছপ পারবে না। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল।

7

 

যদিও অভিনেতা তার স্ট্যাটাসে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করেননি। তবে ভক্ত-অনুরাগীদের বুঝতে বাকি নেই তিনি কি বোঝাতে চেয়েছেন। এ নিয়ে অনেক নেটিজেনকে দেখা গেছে সেই প্রসঙ্গে কথা বলতে।

 

5

অভিনেতার ভক্ত-অনুরাগীরা মনে করছেন ডাকসু নির্বাচনের ফলাফল কেন্দ্র করে তিনি পোস্টটি দিয়েছেন। সেখানে তিনি শিবির প্রার্থীদের জয়জয়কারের দিকেই ইঙ্গিত করেছেন। এক নেটিজেন লিখেছেন—আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন? এর উত্তরে জয় বলেন, না, আমি নেপালে সরকার পতনকে বুঝাইছি। আরেক নেটিজেন লিখেছেন—ঠিক। ওভার কনফিডেন্স সবসময় দেখানো উচিত নয়। এটা আমাদের বেলায়ও।

 

এর আগেও একটি পোস্ট করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে অভিনেতা লিখেছিলেন— ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।

5

 

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2