সুনামগঞ্জে রোগীকে ধর্ষণ, চিকিৎসক জেল হাজতে

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

সুনামগঞ্জে রোগীকে ধর্ষণ, চিকিৎসক জেল হাজতে

3

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৮) ধর্ষণ করার অভিযোগে কিবরিয়া খান (৩২) নামে এমবিবিএস পাশ চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শনিবার রাতে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।

 

উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে ওই রাত সোয়া ১২টার দিকে আসামি কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চড়িয়াকোনা গ্রামে।

4

 

2

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা এমবিবিএস ডা. কিবরিয়া গত ৯ মাস ধরে ধর্মপাশা উপজেলার স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট রোগী দেখতেন। তিনি উপজেলার রাজনগর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাসিন্দা দুই সন্তানের জননী ওই নারী শারীরিক অসুস্থতা বোধ করলে তিনি স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টারে এসে ডা. কিবরিয়ার কাছে চিকিৎসা নিতে আসেন। এরপর তাদের দুজনের মধ্যে প্রায়ই মোবাইলে কথাবার্তা চলছিল। প্রায় ছয় মাস ধরে ডা. কিবরিয়ার সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে বেশ কয়েক দিন ওই নারীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন ডা. কিবরিয়া। এ নিয়ে ওই নারী বাধা দিলেও কোনো কাজ হচ্ছিল না। সর্বশেষ গত ৩০ আগস্ট রাত ২টার সময় ওই নারীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন কিবরিয়া। বিয়ের করার কথা বললে ওই চিকিৎসক নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যেতেন।

3

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় ওই নারী শনিবার রাতে থানায় একটি মামলা করেছেন। এ মামলায় চিকিৎসক কিবরিয়া খানকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

5

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5