প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
নিউজ ডেস্ক : গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে বিএনপি এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে, তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে দেশের অর্থনীতিতে এক বড় পরিবর্তন ঘটিয়েছিলেন।
তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, বিএনপিকে দমনের জন্য দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, ২০ হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এবং ১৭০০ নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। এর মাধ্যমে দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তবে, আল্লাহর অশেষ মেহেরবানীতে জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার মুক্ত হয়েছে।
আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সামনে যে নির্বাচন আসছে, সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest