নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

4

 

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। এবারের প্রাইজমানি পুরুষদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি এবং চ্যাম্পিয়ন দলের পুরস্কারের থেকেও বেশি।

4

 

আইসিসি ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য মোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা) প্রাইজমানি ঘোষণা করেছে।

1

 

এটি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি, ১০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১২১ কোটি টাকা) চেয়ে অনেক বেশি।

 

একইভাবে, নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৪ কোটি টাকা), যা ২০২৩ সালের পুরুষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের পাওয়া ৪ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৮ কোটি টাকা) চেয়েও বেশি।

7

 

শুধু চ্যাম্পিয়ন দলই নয়, রানারআপ দলের জন্যও থাকছে মোটা অঙ্কের পুরস্কার। রানারআপ দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৭ কোটি টাকা)। এই পুরস্কারের পরিমাণও গতবারের তুলনায় অনেক বেশি।

 

গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার, যা এবারের চ্যাম্পিয়ন দলের পুরস্কারের চেয়ে অনেক কম।

 

3

এছাড়াও, টুর্নামেন্টের প্রতিটি ধাপের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। সেমিফাইনালিস্ট ও কোয়ার্টার ফাইনালিস্ট দলগুলোও পাবে ভিন্ন ভিন্ন অঙ্কের প্রাইজমানি।

 

আইসিসির চেয়ারম্যান জয় শাহ মনে করেন, এই পদক্ষেপ নারী ক্রিকেটে বিনিয়োগের একটি বড় ইঙ্গিত। তিনি বলেন, ‘এই পুরস্কার কাঠামো দেখায় যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাবেন।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3