ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া

3

আন্তর্জাতিক ডেস্ক : নৌ-ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘সিম্ফারোপোল’ নামে যুদ্ধজাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনের বিভিন্ন সংবাদমাধমে যুদ্ধজাহাজে হামলার কথা বলা হচ্ছে। তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছন। তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

6

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মকে তিনি বলেছেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।

রাশিয়া প্রথমবারের মতো নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনো যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।

সিম্ফেরোপোল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ। যুদ্ধজাহাজটি রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্লাটফর্ম হিসেবে ৫০২ইম ট্রলার প্রকেল্পর আওতায় তৈরি করা হয়।

২০১৯ সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে। তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় ২০২১ সালে। জাহাজটির মূল কাজ হলো গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা।

8

এদিকে গতকাল মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ হামলার পর ইউরোপের দেশগুলো বলেছে শান্তি আলোচনার নামে ‘রাশিয়া ফাজলামো’ করছে।

8

সূত্র: আরটি

4

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7