প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫
বিনোদন ডেস্ক : বরিশাল নগরীর রাতটা যেন হঠাৎ করেই জমে উঠল এক অচেনা নাটকের মঞ্চে। আলোচিত টিকটকার মাহিয়া মাহিকে গভীর রাতে পাওয়া গেল শহরের পোর্ট রোডের ‘হোটেল রোদেলা’র এক কক্ষে। সঙ্গে ছিলেন এক তরুণ ও আরেক তরুণী।
নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিলেও, পুলিশি যাচাই-বাছাইয়ে মিলল না তেমন কোনো বৈধ নথির ছিটেফোঁটাও। তাই সোজা পথেই সবাইকে তুলে নেওয়া হলো থানায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় আনা হয়েছে। তারা নিজেদের স্বামী-স্ত্রী বললেও প্রমাণপত্র নেই। তাই জিজ্ঞাসাবাদ চলছে।’
নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের এ হানা যেন একেবারে সিনেমার দৃশ্য। আর সেই সিনেমার সবচেয়ে আলোচিত চরিত্র হয়ে উঠলেন মাহি। কারণ, আটক হওয়ার পর হোটেলের সামনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে একরকম আলোচনার ঝড় তুললেন তিনি। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest