প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
বিনোদন ডেস্ক : পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘নন্দিনী’। গেল বছরের ২ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু সে সময় কোটা আন্দোলন ঘিরে দেশের উত্তাল পরিস্থিতির জন্য পেছানো হয় সিনেমাটির মুক্তি। এরপর বছর কেটে গেলেও সিনেমাটি মুক্তির কোনো খবর জানানো হয়নি।
সিনেমাটির পরিচালক সোয়াইবুর রহমান রাসেল সমকালকে নতুন মুক্তির তারিখ জানালেন। বললেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। সব ঠিক থাকলে এই তারিখেই নন্দিনী প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকরা।’
সিনেমাটিতে নাম ভূমিকায় আছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকেই। এর আগে সিনেমাটির একাধিক পোস্টার প্রকাশ করা হয়েছে। মুক্তি উপলক্ষে আজ সিনেমাটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
২০১৯ সালে সিনেমাটির শুটিং হয়। সেই সময়ে বেশ কয়েকবার শুটিং হয়েও শিডিউলসহ বেশ কিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। পরে শুরু হয় করোনা। এর মধ্যেই সিনেমাটির বাকি কাজ শেষ হয়। তারপর সিনেমাটির পোস্টের কাজ শেষ করে মুক্তির প্রক্রিয়ায় এগোতে থাকেন পরিচালক।
২০২৩ সালে সিনেমাটি সেন্সর পেলেও পরবর্তী সময়ে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়। পরে চলে আসে দুই ঈদ। সে সময় পরিচালক জানিয়েছিলেন, সিনেমাটি মুক্তির জন্য ভালো একটি সময়ের অপেক্ষায় আছে। পরে ২ আগস্ট মুক্তির ঘোষণা দিলেও সে তারিখেও মুক্তি সম্ভব হয়নি।
প্রথম সিনেমা নিয়ে পরিচালক সোয়াইবুর রহমান বলেন, ‘আমরা এখন থেকে ট্রেলার, গানসহ সিনেমাটি নিয়ে নিয়মিত প্রচারে থাকব। সেভাবেই আমরা এখন প্রস্তুত। কারণ, মুক্তির শিডিউল নিয়ে নিয়েছি। এখন আর হাতে বেশি সময় নেই। এর মধ্যেই আমরা দর্শকরা কাছে পৌঁছাতে চাই। আমরা চাই, সিনেমাটি দর্শক হলে এসে দেখুক। এজন্য প্রচারণার বিকল্প কিছু নেই।’
সিনেমাটি নিয়ে নির্মাতা আরও বলেন, ‘নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’।
রাসেল নাটক ও টেলিফিল্ম বানিয়ে পরিচিতি পেলেও ‘নন্দিনী’ তাঁর প্রথম সিনেমা। এ সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈর কথায় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা।
‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে ইন্দ্রনীলের। সবশেষ তিনি অপু বিশ্বাসের বিপরীতে ‘সম্রাট’ সিনেমায় অভিনয় করেছিলেন। এবার নন্দিনী সিনেমায় থাকছেন অন্যতম মুখ্য চরিত্রে। অন্যদিকে এই সিনেমার ‘নন্দিনী’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে নাজিরা মৌয়ের।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest