প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে অভিযোগে পৃথক পৃথক অভিযানে ৯ নারী-পুরুষকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌণে তিনটা থেকে পৌণে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বিকেল পৌণে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়।
এসময় হোটেলটি থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ যুবক ও ২ যুবতিকে আ ট ক করা হয়।
তারা হলেন, জামাল মিয়া (৩২, ম্যানেজার), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।
পরে বিকেল পৌণে ৫টার দিকে গোয়েন্দারা অভিযান চালান নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ঢাকা প্যালেস হোটেলে।
এ হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে আটক করা হয় দুই যুবক ও দুই যুবতিকে। তারা হলেন, মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫), ও মনি আক্তার (১৯)।
আটককৃতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest