প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গাজিয়াবাদে এক নারীকে প্রায় ৪০ সেকেন্ডে আটবার থাপ্পড় মেরেছেন এক ব্যক্তি। ওই নারীর অপরাধ ছিল—তিনি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের একটি আবাসিক কমপ্লেক্সের কাছে কুকুরকে খাবার দিচ্ছিলেন।
শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
ঘটনার শিকার যশিকা শুক্লা জানান, শুক্রবার রাতের দিকে তিনি নির্ধারিত স্থানেই কুকুরদের খাবার দিচ্ছিলেন। সে সময় ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটির এক ব্যক্তি এসে তাকে বারবার থাপ্পড় মারেন।
ঘটনার পুরো ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়েছে। ভিডিওতে নারীকে দেখা যায়, সে চিৎকার করে বলছেন, ‘দিদি, ভিডিও রেকর্ড করো। আমাকে মারছে।’ প্রত্যুত্তরে ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, রেকর্ড করো।’
ভিডিওতে দেখা যায়, নারীকে মোট আটবার থাপ্পড় মারা হয়। এক পর্যায়ে ব্যক্তি দাবি করেন যে মহিলা প্রথমে তাকে মারেছিলেন।
পুলিশ ঘটনার পর মামলার ব্যবস্থা করে খন্নাকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত রোগী ও মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ১১ আগস্ট দিল্লির রাস্তা থেকে সব পথকুকুর ধরে নেয়ার নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। এসব কুকুর ধরে নিয়ে নির্দিষ্ট শেল্টারে আটকে রাখার জন্য দিল্লি সরকারকে ৮ সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। এটিকে অবলা প্রাণীর জন্য এক প্রকার শাস্তি হিসেবে উল্লেখ করে, সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরব হন ভারতের পশুপ্রেমীরা। এতো কুকুর রাখার পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই বলেও জানান তারা।।
সুপ্রিম কোর্টের এমন নির্দেশে পশুপ্রেমীরা প্রতিবাদ জানানোর পর তা সংশোধন করে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির শীর্ষ আদালত। তাদের ভ্যাকসিনেশন ও নিঃসন্তানকরণের পর মুক্তি দেওয়া হবে। এছাড়াও নির্ধারিত খাওয়ানোর স্থান তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest