প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বিরল গোলাপি হীরা চুরি হওয়ার কয়েক ঘণ্টা পরই উদ্ধার করা হয়েছে। হীরাটির মূল্য ২ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০৩ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, ইউরোপ থেকে দুবাই এসেছিলেন এক হীরা ব্যবসায়ী। এর মধ্যে ধনী ক্রেতা সেজে একদল প্রতারক তাকে একটি ভিলায় ডেকে নেয়। সেখানে ভুয়া পরিদর্শনের সময় হীরাটি চুরি করা হয়।

পরে দুবাই মিডিয়া অফিস প্রকাশিত জরুরি ফোন কলে ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘আমি এক ক্রেতার সঙ্গে হীরা বিক্রির জন্য দেখা করতে এসেছিলাম। তারা দেখল আর এখন…এটি চুরি হয়ে গেছে।’
ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে বিশেষায়িত পুলিশ দল উন্নত নজরদারি সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজনদের শনাক্ত করে। মাত্র আট ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ‘বিশেষায়িত ও মাঠ পর্যায়ের কর্মীদের প্রচেষ্টা এবং সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহারেই এ সাফল্য এসেছে।’
দুবাই দীর্ঘদিন ধরে বৈশ্বিক হীরা বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এ ছাড়া শহরটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যবসা কেন্দ্রগুলোর একটি হিসেবে তুলে ধরে আসছে কর্তৃপক্ষ। পুলিশ বলেছে, দ্রুত হীরা উদ্ধারের এই ঘটনা প্রমাণ করে যে, দুবাই তার বাজারে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest