আগামী দুই দিনের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ!

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

আগামী দুই দিনের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ!

5

নিউজ ডেস্ক : শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী দুই দিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যদিও বিষয়টি নির্ভর করছে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের ওপর।

7

 

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ে আবেদন করেছে এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম রোববার (১৭ আগস্ট) আবেদন নিয়ে এসেছিলেন। ইতোমধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন।

 

ওই সূত্রের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দপ্তরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন পেলে আগামীকালই সুপারিশ করা হতে পারে। তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে যেতে পারে।

5

 

নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, আগামীকাল শিক্ষা উপদেষ্টা সুপারিশের আবেদন দেখবেন। একইসঙ্গে বিষয়টি প্রেজেন্টেশন আকারে দেখানো হতে পারে। এনটিআরসিএর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ করা হবে।

 

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, সুপারিশের সবকিছু প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে। ৪১ হাজারের বেশি প্রার্থী সুপারিশ পেতে পারেন।

3

 

4

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন, যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত।

 

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5