মেসির ভারত সফরসূচি চূড়ান্ত, মোদির সঙ্গে সাক্ষাৎ কবে

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

মেসির ভারত সফরসূচি চূড়ান্ত, মোদির সঙ্গে সাক্ষাৎ কবে

3

স্পোর্টস ডেস্কক্স : চলতি বছর ভারত সফর করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি। ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে মেসির এই সফর। এ যাত্রায় মেসির পদধূলি ধন্য হবে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি।

 

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছেন ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

5

 

সফরের শুরুটা হবে কলকাতা থেকে। সেখানে ২ দিন ১ রাত অবস্থান করবেন তিনি। ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনের সঙ্গে সেখানে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব। কলকাতায় মেসির ২৫ ফুট উচ্চতা এবং ২০ ফুট প্রস্থের একটি মূর্তিও তৈরি করা হবে।

 

এছাড়া ইডেন গার্ডেন্স অথবা সল্ট লেক স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজন করা হবে। এরপর ১৩ ডিসেম্বর মেসি আহমেদাবাদে গিয়ে আদানি ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন করবেন তিনি।

3

 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ অনুষ্ঠিত হবে। একইদিনে মুম্বাই প্যাডেল গোট কাপের আয়োজন করা হবে। এখানে মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ৫ থেকে ১০ মিনিট খেলবেন।

 

1

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘গোট ক্যাপ্টেন’স মিটের কথা ভাবা হচ্ছে। এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক- শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে। এছাড়া বলিউড তারকা আমির খান, রণভীর সিং এবং টাইগার শ্রফও সেখানে উপস্থিত থাকতে পারেন।

1

 

মেসির ভারত সফর শেষ হবে ১৫ ডিসেম্বর। সেদিন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5