প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার হলেন রিকার্দু ইজেকসোঁ দুসাঁন্তুস লেইচি। তিনি ফুটবল বিশ্বে ‘কাকা’ নামেই বেশি পরিচিত। ২০০৭ সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন।
এসি মিলানের হয়ে এই সাফল্যের পর ২০০৯ সালে ট্রান্সফার ফির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ৬৫ মিলিয়নে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে যোগ দেন।
২০০৪ সালে সর্বকনিষ্ঠ হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির দূত হিসেবে মনোনীত হন কাকা। ২০০৮ ও ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় টাইম ১০০-তে জায়গা করে নেন। তিনিই প্রথম অ্যাথলেট, যার টুইটারে ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়নের চেয়ে বেশি।
২০১৫ সালে তার প্রথম স্ত্রী ক্যারোলিন সেলিকোর সঙ্গে বিচ্ছেদ হয়। কাকার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে ক্যারোলিন সেলেকো বলেছিলেন, ‘কাকা কখনো আমার সঙ্গে প্রত্যারণা করেনি। সব সময় আমার খেয়াল রেখেছে। সব দরকার মিটিয়েছে। দারুণ একটা পরিবার উপহার দিয়েছে। কিন্তু আমি সুখে ছিলাম না। কারণ সে আমার জন্য বেশি পারফেক্ট।’
২০১৯ সালে ক্যারোলিনা বাতিস্তা লেইটকে বিয়ে করেন ব্রাজিলের ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জয়ী এই তারকা।
সম্প্রতি নতুন সঙ্গী ক্যারোলিনার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাকা। ওই ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন ফুটবল তারকা। ভক্তরা তার পোস্টে মন্তব্য করেছেন এবং পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য রসিকতা করে নানা পরামর্শ দিয়েছেন।
এবার তাই কাকাকে বেশি ভালো না হওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তার পোস্টে আড়াই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে।
কিছু ভক্ত লিখেছেন, ‘এবার ভেজা কাপড় কক্ষে ফেলে রাখবে এবং ইচ্ছে করে বিবাহবার্ষিকী ভুলে যাবে।’ একজন তো মাঝে মধ্যে বাজে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।
অন্য এক ভক্ত লিখেছেন, ‘এবার ময়লা কাপড় তার আশে পাশে ছড়িয়ে রাখবে। যাতে সেগুলো গুছাতে গুছাতে ছেড়ে যাওয়ার ফুসরত না পায়।’
অন্য একজন লিখেছেন, ‘গাড়ি থেকে নেমে তার জন্য দরজা খুলে দিও না, মাঝে মধ্যে তাকে ক্ষুধার্ত রাখবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest