প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৫
সুনামগঞ্জ সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছি, তাদের কষ্টের কথা শুনছি। ঢাকায় ফিরে আমরা সবার কথা মাথায় রেখেই কাজ করছি।’
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘শহীদ পরিবারের সদস্যদের কেউ যদি আইনগত, মামলাগত বা রাজনৈতিক নিরাপত্তাজনিত সমস্যায় থাকেন, তাহলে আমাদের স্থানীয় কমিটি তাদের পাশে থাকবে, সহযোগিতা করবে।’
বিচার ব্যবস্থার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির পদযাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রণয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারাও আপনাদের অবস্থান থেকে এই দাবিগুলো তুলুন। ‘জুলাই সনদ’ কেবল একটি রাজনৈতিক দল নয়, দেশের ভবিষ্যৎ ও সংস্কারের জন্য জরুরি।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা কাজ করতে চাই আপনাদের জন্য, নতুন দেশ গড়ার জন্য।’
মতবিনিময় সভায় সুনামগঞ্জের আন্দোলনে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা তাদের অভিজ্ঞতা, সংকট ও প্রয়োজনীয় সহযোগিতার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপি সুনামগঞ্জের প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সংগঠনের নেতা নাসিম প্রমুখ।
সভা শেষে দুপুর ২টায় সুনামগঞ্জের আলফাত উদ্দিন স্কয়ারে পদযাত্রা-সংক্রান্ত পথসভায় বক্তব্য দেন নাহিদসহ এনসিপির অন্য নেতারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest