প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫
নিউজ ডেস্ক : মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, আওয়ামী লীগের কিছু ‘দুষ্ট চক্র’ দেশের চলমান পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের ১৭তম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, ‘শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে সকালে মাইলস্টোন এলাকায় এবং বিকেলে সচিবালয়ের আশপাশে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। নিহত ও আহতদের পরিবার স্বাভাবিকভাবেই তাদের দাবি জানাতে পারেন, জাতি তাদের পাশে আছে। তবে আমরা শুনছি, আওয়ামী লীগের কিছু দুষ্ট চক্র ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করতে সক্রিয় হয়েছে, যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, বিতাড়িত, পরাজিত ও দেশত্যাগে বাধ্য অপশক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই। এ ধরনের বিশৃঙ্খলা চলতে থাকলে সবাই মিলে জুলাই-আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আবারও তাদের পরাজিত করা হবে।’
এক ব্যক্তি দলীয় পদে থাকার কারণে প্রধানমন্ত্রিত্বে বাধা বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে তাহের বলেন, বাংলাদেশে এখন সংস্কার ও পরিবর্তনের সূচনা হচ্ছে। সেই অনুযায়ী দলগুলোকে আরও গণতান্ত্রিক হতে হবে। কারণ ডেমোক্রেসির অবমূল্যায়ন তখনই হয়, যখন নিজের দলেই গণতন্ত্র থাকে না। আমাদের মূল লক্ষ্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং এটি দলীয় কাঠামোতেও প্রয়োগ করতে হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest