মঙ্গলবার রাষ্ট্রীয় শোক হলেও চলবে এইচএসসি পরীক্ষা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক হলেও চলবে এইচএসসি পরীক্ষা

6

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

 

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

 

7

তবে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার রাতে বলেন, ‘এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেই। তাই রুটিন অনুযায়ী মঙ্গলবারের পরীক্ষা যথারীতি হবে।’

 

6

জানা গেছে, মঙ্গলবার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।

 

এর আগে, ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া, গত ১৭ জুলাই কারফিউজনিত কারণে গোপালগঞ্জ জেলার পরীক্ষাগুলোও স্থগিত করা হয়।

3

 

3

উল্লেখ্য, সোমবার সকালে উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭০ জনের বেশি, যাদের অনেকেই দগ্ধ অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6